ভিডিও দেখার ও শেয়ার করার এই সাইটগুলিতে যদি এমন কিছু দেখতে পান যা সাধারণের দেখার উপযোগী নয় কিংবা আপত্তিকর, তবে সেই সাইটের লিঙ্ক বাদ দেওয়া হবে। দয়া করে আমাদের জানান।
ছবি দেখার ও শেয়ার করার এই সাইটগুলিতে যদি এমন কিছু দেখতে পান যা সাধারণের দেখার উপযোগী নয় কিংবা আপত্তিকর, তবে সেই সাইটের লিঙ্ক বাদ দেওয়া হবে। দয়া করে আমাদের জানান।
হাজার কাজে হাতের কাছে। ইউআরএল মনে রাখতে হয় না। সার্চ ইঞ্জিনে গিয়ে বাছতে হয় না কোনটা কাজের। একগাদা অ্যাপের জঙ্গলে হাতড়ে বেড়াতে হয় না। বাঁচে মেমরিও। প্রয়োজনের সাইটগুলি এক ক্লিকেই পেয়ে গেলে ঢের বেশি কাজ সেরে ফেলা যায় মসৃণ ভাবে। নেট জগতে ভীষণ দড় কিংবা একেবারেই আনকোরা, সাইটকিউ সকলেরই।... আরও পড়তে
না, ইংরেজির সঙ্গে কোনও বিরোধ নেই। বাংলা বাঁচাও গোছের ঠিকাও কেউ দেয়নি। সাইটকিউ তবু বাংলায়। এটা ঘটনা, ইংরেজিতে বহু কিছু রয়েছে ইন্টারনেটে। কিন্তু তার মানে এই নয় যে ইন্টারনেট নামের যোগাযোগের মাধ্যমটা ইংরেজির খামে মুড়ে রাখতে হবে। ইন্টারনেটের সাগরে জাহাজ জাহাজ ইংরেজি। কয়েক ঘটি বাংলাও না-হয় রইল। বাংলা যাঁদের প্রাণের ভাষা তাঁদের জন্য। ভাল লাগলে বন্ধুদেরও জানান ফেসবুকে ।
আমি যেটা যেখান থেকে চাই সেখান থেকেই চাই। আবহাওয়া জানতে পাঁচটা ওযেবসাইট থেকেই তা জানতে ও তুলনা করে নিতে পারি। কিন্ত যখনই আপনি একটি অ্যাপ ব্যবহার করছেন, তখন সেটি তার মালিকের নির্বাচিত সাইটের তথ্যই পেতে দেবে, বাকিগুলিতে যেতে পারবেন না ওই অ্যাপের মাধ্যমে। প্রতিটি কেনাকাটা বা অনুসন্ধান, সব বিষয়েই, একটি প্যাক বা অ্যাপ বেছে নেওয়ার মানে আপনি ইন্টারনেটের অসীম দুনিয়ার মধ্যে একটি পাঁচিল ঘেরা উঠোনে ঢুকে বসে রইলেন। উঠোনের মালিক আকাশ থেকে যা ফেলবে তাই কুড়িয়েই জীবন কাবার। আপনি কী এটাই চান?
সাইটকিউ প্রয়োজনের কিছু সাইটের লিঙ্ক বেছে নিয়েছে কাজের সুবিধার জন্য। কিন্তু বাকি সব দরজাই সমান ভাবে খোলা। অ্যাপ দিয়ে অ্যক্সেস করা মানে আপনার অজান্তেই অনেক গোপন চোখের নজরে আপনি ঢুকে পড়লেন। তাই অ্যাপের আপাত সুবিধা থেকে বেরিয়ে ইন্টারনেটের মুক্ত দুনিয়াকে উপভোগ করুন। কোনও সাইটের কোনও পাতা পছন্দ হলে সেটা সেভ করে রাখুন। পরে যত বার খুশি সেটা অ্যক্সেস করুন। সাইটকিউ পছন্দ হলে ডেস্ক-টপ কম্পিউটারের মতোই মোবাইল বা ট্যাবে পাতাটিকে সেভ করে রাখতে পারেন। হোমপেজ করতে পারেন। এই সাইট কোনও গণ্ডিতে আপনাকে বাঁধছে না। সাইটকিউ চায় বিগত সিকি শতকের মতো ভবিষ্যতেও ইন্টারনেট থাকুক মুক্ত দুনিয়ার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে।